জুলাই মাসে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুন ৯, ২০১৯
ছবি: বাসস/কল্লোল

আগামী জুলাই মাসে চীন সফর করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন ‘সব দেশই তাদের সব অনুষ্ঠানে আমাকে চায়। সমস্যাটা হচ্ছে সব অনুষ্ঠানে গেলে দেশের জন্য সময় দিব কখন।’

‘তবে হ্যাঁ জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন সফল হয়েছে, চীনের সঙ্গেও সফল হবো। দেশটির রাষ্ট্রপতি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী জুলাই মাসে যাব, তারিখ চূড়ান্ত হচ্ছে,’ বলে জানান প্রধানমন্ত্রী।

১১ দিনের ত্রিদেশীয় সফর নিয়ে রোববার বিকেল ৫টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

এ সময় তিনি জানান, ‘চীনেও আমাকে দাওয়াত ছিল, কিন্তু তখন সংসদ অধিবেশন চলছিল বলে সময় করতে পারিনি। আগামী জুলাই মাসে চীনে ইকনোমিকস সামার সামিট অনুষ্ঠিত হবে। সেখানে দাওয়া আছে। তাছাড়া চীনের রাষ্ট্রপতি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি সেখানে যাব।’

এসময় প্রধানমন্ত্রী তার অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘একবার আমি চীনে গেছি। ওখানে মাইনাস ২৫ ডিগ্রি তাপমাত্রা। আমার জীবনে আসলে অত ঠাণ্ডা… আমি আগে দেখিনি। তাই ভেবেছিলাম, অত ঠাণ্ডায় আর যাব না।’

Comments