চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রিক্সা র্যালি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৮ স্টাফ রিপোর্টার: চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে রিকশা র্যালি করেছেন চাকরি প্রার্থীরা। আজ সোমবার বেলা ১১ টায় র্যালিটি শাহাবাগ চত্বর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে প্রেসক্লাবে যায়। প্রেসক্লাবে সমাবেশ শেষে র্যালিটি পুনরায় শাহাবাগে ফিরে যাবে বলে জানা গেছে। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সমন্বয়ক সঞ্জয় দাস বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু যখন ৪৫ বছর ছিলো তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিলো ২৭ বছর। যখন ৫০ ছাড়ালো, তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা হলো ৩০ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছর হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা অপরিবর্তিতই রয়ে গেছে। এটা এখন পরিবর্তন করা সময়ের দাবি। এটা পরিবর্তন করতে হবে। ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করতে হবে। এর আগে গত ৩১ মার্চ একই দাবি জানিয়ে ঢাকায় সমাবেশ করেছিলো চাকরিপ্রার্থীরা। /এমএম Comments SHARES জাতীয় বিষয়: চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রিক্সা র্যালিচাকরীচাকুরিচাকুরী