চলচিত্র নির্মাতা আমজাদ হোসেনের ইন্তেকাল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৮ একুশ নিউজ: বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক আমজাদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা যায়, গত গত ১৮ নভেম্বর আমজাদ হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নেন। এরপর ২৭ নভেম্বর রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যাওয়া হয়। আমজাদ হোসেন ১৯৪১ সালের ১৪ আগস্ট জামালপুরে জন্মগ্রহণ করেন। চলচিত্র নির্মাণে ১২ বার জাতীয় চলচিত্র পুরস্কারে ভূষিত হন। এছাড়াও বাচসাস পুরস্কার পেয়েছন ৬ বার। শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ১৯৯৩ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। এছাড়া সাহিত্য রচনার জন্য তিনি ১৯৯৩ ও ১৯৯৪ সালে দুইবার অগ্রণী শিশু সাহিত্য পুরস্কার ও ২০০৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ একাধিক পুরস্কার লাভ করেন। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: চলচিত্র নির্মাতা আমজাদ হোসেনের ইন্তেকাল