গুলশান কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০১৯

একুশ ডেস্ক: রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন। তবে তিনি বলেছেন, আগুনের কুণ্ডলী এবং ধোঁয়া রয়েছে বেশ। নিরাপত্তা বাহিনী কাজ করছে।

শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে জানান তিনি।

দেবাশীষ বলেন, গুলশান ডিএনসিসি শপিং সেন্টারের একটি বেবিশপের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও সাধারণ মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নিরাপত্তা বাহিনী এখনও ঘটনাস্থলে অভিযান চালিয়ে যাচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে কোথাও নতুন করে আগুনের কোনো সূত্র রয়েছে কি-না।

এর আগে শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কতোগুলো দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।

এফএফ

Comments