গায়েবি মামলার পূর্ণাঙ্গ তথ্যচিত্র আমরা পাইনি: সিইসি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৮ একুশ নিউজ: নির্বাচনে কমিশনে দেয়া বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলায় আটকের অভিযোগের ব্যাপারে সিইসি নূরুল হুদা জানিয়েছেন, গায়েবি মামলার পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় ব্যবস্থা নেওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান নির্বাচন কশিমনার (সিইসি) কে এম নূরুল হুদা। সিইসি বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার পূর্ণাঙ্গ তথ্যচিত্র আমরা পাইনি। সে কারণেই আমরা ব্যবস্থা নিতে পারিনি। বিএনপির তৈরি করা ‘গায়েবি ও মিথ্যা’ রাজনৈতিক মামলার তালিকা প্রসঙ্গে সিইসি বলেছেন, বিরোধী দলের রাজনীতিবিদরা আমাদের কাছে একটি তালিকা পাঠিয়েছেন। আমরা দেখেছি। আমার কাছে প্রথম দিন তারা প্রায় চার-পাঁচ হাজার লোকের একটি তালিকা পাঠিয়েছেন। সেই মোকদ্দমাগুলো ২০১২, ২০১৩ ও ২০১৪ ও ২০১৫ সালের, যা তফসিলের আগের। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে সিইনি বলেন, এগুলো হয়ে থাকলে সেগুলো বাদ দিতে হবে, আর যদি না হয়ে থাকে, তবে ভবিষ্যতে দয়া করে এগুলো করবেন না। আমি জানি আপনারা কাউকে হয়রানি করেন না। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের পরিচয় জানতে বলা হয়নি বলেও সতর্ক করেন সিইসি নূরুল হুদা। তিনি বলেন, কোনো নাশকতামূলক এলিমেন্ট থাকলে সেটি করা যাতে পারে। কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট প্রতিটি কর্মকর্তার বাড়িতে গিয়ে খোঁজখবর নিলে তারা বিব্রতবোধ করতে পারেন। তবে ফৌজদারি মামলায় কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা করা যাবে বলে তিনি জানান। প্রসঙ্গ, নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের বিপুলসংখ্যক ‘গায়েবি ও মিথ্যা’ মামলার অভিযোগ করে বিএনপি সেসব মামলার তালিকা দিয়ে আসামিদের গ্রেফতার না করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিতে নির্বাচন কমিশনের (ইসি) হস্তক্ষেপ চেয়েছিলো দলটি। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: গায়েবি মামলার পূর্ণাঙ্গ তথ্যচিত্র আমরা পাইনি: সিইসি