গণভবনে বি চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের ২১ নেতা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৮ একুশ ডেস্ক: প্রধনামন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে গণভবনে গেছেন যুক্তফ্রন্টের ২১ সদস্যেরপ্রতিনিধি দল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় যুক্তফ্রন্ট চেয়ারম্যান বি চৌধুরীর নেতৃত্বে তারা গণভবনের উদ্দেশ্যে রওয়ানা দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা গণভবনের ব্যাংকোয়েট হলে প্রবেশ করেন। এর আগে গতকাল বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তফ্রন্টের প্রতিনিধি দলের সদস্যদের নামের তালিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পাঠিয়ে দেন। বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে বিকলল্পধারার মহাসিচিব মান্নান ছাড়াও সদ্যযোগ দেয়া বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সহসভাপতি মাহমুদা চৌধুরী, মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক এবং নির্বাহী সদস্য সাবেক এমপি মাজহারুল হক শাহ চৌধুরী থাকছেন এই প্রতিনিধি দলে। এছাড়া সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা, বিএলডিপি সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান (এনডিপি) খোন্দকার গোলাম মোর্ত্তুজা, মহাসচিব মঞ্জুর হোসেন ইশা, বাংলাদেশ জনতা পার্টির সভাপতি শেখ আসাদুজ্জামান, জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনাইটেড মাইনরিটি ফ্রন্টের সভাপতি দীলিপ কুমার দাশ এবং লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী যুক্তফ্রন্টের পক্ষে সংলাপে থাকছেন। সংলাপ শেষে রাতে বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে যুক্তফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: গণভবনে বি চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের ২০নেতা