খুলনার কয়রায় জায়গা জমি সংক্রান্ত বিরোধে ১ জন খুন, আটক ৩

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খুলনার কয়রা উপজেলার ফতেকাটি গ্রামে নজরুল ইসলাম (৫৫)নামে এক ব্যক্তি খুন হয়েছে। এ ব্যাপারে পুলিশ তিনজনকে আটক করেছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান নজরুলের সাথে একই গ্রামের দবির উদ্দিন এর সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

শনিবার (১৫ জুন) সকাল ৭ টার দিকে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে দবির গ্রুপের হামলায় নজরুল মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছিল।
নিহত নজরুল ইসলাম ফতেকাটি গ্রামের মৃত কাশেম সানার পুত্র।

এমএম/

Comments