খালেদার জিয়ার প্রধান সমস্যা গেটেবাত: মেডিকেল বোর্ড নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৮ স্টাফ রিপোর্টার: সোমবার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার কেবিনে যান মেডিকেল বোর্ডের সদস্যরা। এসময় তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন। পরে এক সংবাদ সম্মেলনে বোর্ডের সদস্য হাসপাতালের রিউম্যাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক জানান, কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক প্রধান সমস্যা গেটে বাত। তবে চিকিৎসা শুরু হতে আরো অন্তত দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন ডা. আতিক। ডা. সৈয়দ আতিকুল হক বলেন, ‘খালেদা জিয়ার মূল চিকিৎসা শুরুর আগে আমাদের দুই সপ্তাহ প্রাথমিক পরীক্ষা করা লাগবে। আমরা এরই মাঝে কিছু পরীক্ষা দিয়েছি। সেগুলোর রিপোর্ট আসার পর মূল চিকিৎসা শুরু হবে। তবে ডায়াবেটিস না কমলে তাঁর মূল চিকিৎসা শুরু করা যাবে না। তাই দুই সপ্তাহ পরই যে চিকিৎসা শুরু হবে সেটি এখনো বলা যাচ্ছে না। যে সমস্যাগুলো আছে সেগুলোর নিয়ন্ত্রণ এলে তখন মূল চিকিৎসা শুরু হবে বলে জানিয়েছেন ডা. আতিকুল হক। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: খালেদার জিয়ার প্রধান সমস্যা গেটেবাত: মেডিকেল বোর্ড