‘খামোশ’ বললেই জনগণ চুপ হবে না: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৮

একুশ নিউজ: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খামোশ বললেই জনগণ চুপ হবে না।

শুক্রবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ঐক্যফ্রন্ট নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, এরা কীভাবে বিএনপির সঙ্গে, অপরাধীদের সঙ্গে, দুর্নীতিবাজদের সঙ্গে হাত মিলিয়েছে।

বিএনপি যুদ্ধাপরাধী, তাদের স্বজন, দুর্নীতিবাজদের স্বজনদের ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে। জনগণকে এদের বিষয়ে সচেতন হতে বলবো। এ অপরাধীরা যাতে ভোট না পায়।

প্রসঙ্গ, শুক্রবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ড. কামালের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।

এসময় সাংবাদিকরা বিভিন্ন জামায়াত প্রসঙ্গে প্রশ্ন করলে ড. কামাল বলেন,শহীদ মিনারে এসব বিষয়ে কোনো কথা তিনি বলবেন না।

এরপরও এক সাংবাদিক বারবার প্রশ্ন করতে থাকলে তিনি রেগে গিয়ে বলেন, খামোশ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তার সমালোচনা করেছেন।

/আরএ

Comments