শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি

ক্যাম্পাসসহ বাসার আশপাশ পরিষ্কার রাখতে অধ্যক্ষ সায়রা বেগমের আহ্বান

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

ইউসুফ পিয়াস: পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে বর্তমান বাংলাদেশে ডেঙ্গু একটি মহামারি আকার ধারণ করছে৷ প্রতিনিয়তই ডেঙ্গু আক্রান্তে মারা যাচ্ছে অসংখ্য মানুষ৷ এ মহামারি থেকে বাঁচার জন্য প্রত্যেককে সচেতন হতে হবে এবং কার্যকারী ভূমিকা রাখতে হবে৷

যাত্রাবাড়ির দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সায়রা বেগম ডেঙ্গু আক্রান্ত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বাঁচার জন্য ক্যাম্পাসসহ বাসার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন৷ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে বললেন সবাইকে৷

গত কয়েক মাস ধরে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে বিডি ক্লিনের ব্যানারে অধ্যক্ষ সায়রা বেগম এর নেতৃত্বে ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালন করা হয়৷ এডিস মশা নিধনের মোকাবেলায় জনসেচতনার লক্ষে কলেজের শিক্ষর্থীদের নিয়ে ক্যাম্পাসের আশপাশে ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্পিং করেন।

এ/

Comments