কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুকে পিটিয়ে আহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের পুটে মন্ডলের ছেলে মতিয়ার রহমানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিলকিস খাতুন ( ৩৫) নামে এক গৃহবধুকে পিটিয়ে আহত করেছে মতিয়ার রহমান ও তার সঙ্গীরা। আহত গৃহবধূ বর্তমানে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, আহত গৃহবধূ এখনো অভিযোগ বা মামলা দায়ের করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। Comments SHARES সারাদেশ বিষয়: