কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুকে পিটিয়ে আহত

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের পুটে মন্ডলের ছেলে মতিয়ার রহমানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিলকিস খাতুন ( ৩৫) নামে এক গৃহবধুকে পিটিয়ে আহত করেছে মতিয়ার রহমান ও তার সঙ্গীরা।

আহত গৃহবধূ বর্তমানে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, আহত গৃহবধূ এখনো অভিযোগ বা মামলা দায়ের করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments