’কমলনগর ফাউন্ডেশন’ নামে সামাজিক সংগঠনের যাত্রা শুরু

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

একুশ নিউজ, কমলনগর প্রতিনিধি: আজকের বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতার নিরিখে তরুন-তরুনীদের দেশপ্রেম, সমাজের প্রতি দায়বদ্ধতা, মানবতার টান ইত্যাদি বিষয়কে আরও জনপ্রিয় ও কার্যকর করার লক্ষ্যে আলোকিত কমলনগর গঠনে ‘কমলনগর ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠনের আত্নপ্রকাশ হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার কমলনগর রিপোর্টস ক্লাবে উপজেলার সচেতন তরুনদের উপস্থিতিতে সর্বসম্মতভাবে ‘কমলনগর ফাউন্ডেশন’ যাত্রা শুরু করে।

কমলনগর রিপোর্টস ক্লাব সভাপতি ইসমাইল হোসেন বিপ্লবের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিক মুহাম্মদ নোমান ছিদ্দীকীর পরিচালনায় মতবিনিময় সভায় সংগঠনটির লক্ষ্য ও কর্মপরিকল্পনা সকলের মাঝে পড়ে শুনান ‘কমলনগর ফাউন্ডেশন’ প্রতিষ্ঠাতা, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সংগঠক আরিফুল ইসলাম (এআই তারেক)

সভায় বক্তব রাখেন হাজির হাট বণিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ আউয়ুব আলী, স্থানীয় ইউপি সদস্য হাফিজ উল্ল্যহ, সৈয়দ আহম্মদ, সরকারী প্রা: বি: শিক্ষক সমিতি সাবেক নেতা আহসান উল্ল্যাহ হাবীব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ ওমর ফারুক, ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান, মানবাধিকার কর্মী আব্দুজ জাহের, সহ অনেকে।

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আ: মজিদ পলয়ান, তরুন সমাজ সেবক মো: ইউসুফ, দেলোয়ার হোসেন, কাউসার নিশাদ, রেদোয়ান হোসেন বাহার, মনির হোসেন, ইসফাকুল হোসেন সৌরভ, আরিফ হোসেন, রেদোয়ান হোসেন তুহিন, বিপ্লব সহ স্থানীয় সাংবাদিক, মানবাধিকার কর্মীবৃন্দ।

সংগঠন টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সকলে নিজের মতামত ও মূল্যবান বক্তব্য পেশ করেন।

বক্তারা বলেন, ’কমলনগর ফাউন্ডেশন’ ভবিষ্যত্বে আমাদের এগিয়ে নেবে। এই সংগঠন সারাদেশে পরিচিতি লাভ করবে তার কাজের মাধ্যমে। আমরা প্রত্যকে নিজ নিজ অবস্হান থেকে সমাজের ভালো কাজে জন্য এগিয়ে আসবো। আমরা আমাদের এলাকায় যদি সচেতন হয়ে মিলে মিশে কাজ করি তাহলে এলাকায় শান্তি ও স্বস্তিতে বসবাস করতে পারবো।

বক্তারা বলেন, আমরা চাই এলাকার উন্নয়ন হউক। আমাদের নতুন প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করতে চাই। পাশাপাশি খেলাধুলায় এগিয়ে নিতে চাই।

সভায় উপস্থিত হাজির হাট বনিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ আউয়ুব আলী ‘কমলনগর ফাউন্ডেশন’ এর আত্মপ্রকাশ ঘোষনা করেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা এ আই তারেক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থেকে সমাজের মানুষের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক উন্নয়ন সাধন করাই আমাদের সংগঠনের একমাত্র লক্ষ্য।

/আরএ

Comments