কমলনগরে লেগুনা চাপায় শিশু নিহত

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০১৮

মুহাম্মদ নোমান ছিদ্দীকী, কমলনগর, লক্ষীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে যাত্রীবাহী লেগুনা চাপায় নিরব নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের তোরাবগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু নিরব তোরাবগঞ্জ গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শিশু নিরব তোরাবগঞ্জ বাজার এলাকায় রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় লক্ষ্মীপুর থেকে একটি দ্রুতগামি যাত্রীবাহি লেগুনা তোরাবগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ সময় লেগুনাটি দ্রুত পালিয়ে যায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

/আরএ

Comments