কমলনগরে বিজয় ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮ মুহাম্মদ নোমান ছিদ্দীকী, কমলনগর: নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে লক্ষ্মীপুরের কমলনগরে বিজয় ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে উপজেলার ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের (একটি কলেজ, ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি মাদরাসা) দু’শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান, গল্প ও কবিতা লেখা, আবৃত্তি, একক অভিনয় ও চলচ্চিত্র নির্মাণসহ বিজয় ফুল তৈরি করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ মো. লোকমান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফএম আবদুল ওয়াজেদ তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হানিফ ও সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: কমলনগরে বিজয় ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত