এবার প্রধানমন্ত্রীকে নিয়ে ‘শেখ হাসিনা: বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক সংবাদ চিত্র প্রদর্শনী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮ একুশ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবার সংবাদ চিত্র প্রদর্শনী ‘শেখ হাসিনা : বাংলাদেশের স্বপ্নসারথি’ প্রকাশ করেছে জয়ীতা প্রকাশনী। আজ রোববার জয়ীতা প্রকাশনীর সত্ত্বাধিকারী সাংবাদিক ইয়াসিন কবীর জয় প্রধানমন্ত্রীর হাতে বিশেষ এই প্রকাশনা তুলে দেন। এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি চলচিত্র নিমাণ হয়। ‘হাসিনা: এ ডটার’স টেল’ নামে এই ডক্যুড্রামাটি নির্মাণে সহায়তা করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন- সিআরআই। গত ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) চলচ্চিত্রটির প্রিমিয়ার শো’র পরে ১৬ নভেম্বর সারাদেশের ৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় চলচ্চিত্রটি। সংবাদ চিত্র প্রদর্শনী সম্পর্কে সাংবাদিক জয় জানান, নন্দিত বিশ্বনেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জীবন, সংগ্রাম ও পথচলার সচিত্র বিবরণ সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা রয়েছে জয়ীতা প্রকাশনীর এই উদ্যোগে। জন্ম ও বেড়ে ওঠা, স্বদেশ প্রত্যাবর্তন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম (১৯৮১-১৯৯০), ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ, কূটনৈতিক সাফল্য ও স্বীকৃতি, মানবতার প্রতিকৃতি এবং অন্য আলোয়- এই আট ক্যাটাগরিতে বিন্যস্ত হয়েছে পাঁচ শতাধিক সংবাদচিত্র। ‘শেখ হাসিনা : বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনীর ১৯৯২-পরবর্তী সময়কালের অধিকাংশ সংবাদচিত্রই ফোকাসবাংলা নিউজের ব্যবস্থাপনা সম্পাদক ও জয়ীতা প্রকাশনীর কর্ণধার ইয়াসিন কবীর জয়ের তোলা। বঙ্গবন্ধুকন্যার শৈশব আর কৈশোরের দুর্লভ কয়েকটি ছবি পারিবারিক অ্যালবাম থেকে সংগৃহীত। আর পঁচাত্তরপূর্ব এবং স্বদেশ প্রত্যাবর্তন পরবর্তীকালের ধারণা দিতে সমকালীন আলোকচিত্রীদের তোলা ছবি সংযোজিত হয়েছে। এই প্রদর্শনীতে রয়েছে আলহাজ জহিরুল হক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম, রশীদ তালুকদার, রফিকুর রহমান, পাভেল রহমান, এ কে এম মহসিন, আব্দুল করিম, আবু তাহের খোকন, দেবুপ্রসাদ বিশ্বাস, সাইফুল ইসলাম কল্লোল, মীর ফরিদ, নিহার সিদ্দিকী, এবিএম আকতারুজ্জামান, হাসানুজ্জামান তরুণ ও সুমন দাসের ছবি। এছাড়া বিভিন্ন প্রকাশনা ও অন্তর্জাল থেকে সংগৃহীত নাম না জানা আরো অনেকের আলোকচিত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন ইয়াসিন কবির জয়। এ সময় প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম ও বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র ফটোসাংবাদিক সাইফুল কল্লোল উপস্থিত ছিলেন। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: