ইজতেমা মাঠের দায়িত্ব আলেমদের হাতে; পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮ একুশ ডেস্ক: বিকেলে ইজতেমা মাঠ পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইজতেমা মাঠ পরিদর্শন করবেন। এ সময় তার সঙ্গে পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীসহ প্রশাসনের কর্মকর্তাগণ থাকবেন। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাঠ পরিদর্শনে উপস্থিত থাকবেন, তাবলিগের উপদেষ্টা মজলিসে দাওয়াতুল হকের আমির আল্লামা মাহমূদুল হাসান, জামিয়া রাহমানিয়ার প্রিন্সপাল মাওলানা মাহফুজুল হক, তাবলীগের শুরা প্রধান মাওলানা জোবায়ের আহমদ ও আম্বরশাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম। এছাড়াও তাবলিগের কয়েকজন মুরব্বি, আলেমসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। উল্লেখ্য, এর আগে শুক্রবার ইজতেমা মাঠের মসজিদ ও মাদরসার দায়িত্ব তাবলিগ ও উলামাদের হাতে ছেড়ে দেয়া হয়েছে। গত ১ ডিসেম্বর ইজতেমা মাঠে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ হয়। ইজতেমা মাঠে প্রস্তুতে দায়িত্বরত তাবলীগের সাথী, মাদরাসা শিক্ষার্থী ও আলেম-ওলামাদের ওপর সা’দ পন্থীদের হামলার অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর থেকে সারাদেশে ‘ওলামা ফোরাম’র ব্যানারে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গতকাল শুক্রবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। সমাবেশে হামলাকারীদের শাস্তিসহ ৬ দফা দবি পেশ করা হয়। আরএ Comments SHARES জাতীয় বিষয়: ইজতেমা মাঠের দায়িত্ব আলেমদের হাতে; স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন বিকেলে