ইউএস বাংলার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি; চট্রগ্রামে জরুরি অবতরণ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৮ একুশনিউজ: বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার কক্সবাজারগামী একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরী অবতরণ করেছে। ইউএস বাংলার মুখপাত্র কামরুল ইসলাম জানান, ইউএস বাংলার BS141 বিমানটি সকাল ১১টায় কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। তিনি বলছিলেন কক্সবাজার বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে ‘কিছু টেকনিক্যাল সমস্যা’ ধরা পরে। তখন পাইলট বিমানটি ঘুরিয়ে আবার চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার সিদ্ধান্ত নেন। এসময় সব যাত্রীকে বিষয়টি অবহিত করা হয় এবং সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয় বলে তিনি জানান। তবে কী ধরণের যান্ত্রিক ত্রুটি হয়েছিলো সেটা এখনো জানা যায়নি। খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানান। বিমানে ১৬৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১১ টি শিশু ছিল। পাইলট এবং কেবিন ক্রু ছিলেন ৭ জন। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। উল্লেখ্য, এর আগে গত ১২ই মার্চ ইউএস-বাংলার নেপালগামী একটি ফ্লাইট বিধ্বস্ত হলে ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং একজন চীনা যাত্রী নিহত হন। ঐ ঘটনায় আহত হন ১০ জন বাংলাদেশি, নয় জন নেপালি এবং মালদ্বীপের একজন নাগরিক। /এমএম Comments SHARES সারাদেশ বিষয়: ইউএস বাংলার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি; চট্রগ্রামে জরুরি অবতরণ