আত্মতুষ্টিতে থাকা যাবে না, আত্মতুষ্টি মানেই পতন: শেখ হাসিনা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৮ স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ষড়যন্ত্রের এখনো শেষ হয়নি, এটা মাথায় রেখেই চলতে হবে। আত্মতুষ্টিতে থাকা যাবে না, আত্মতুষ্টি মানেই পতন। প্রতিপক্ষকে সব সময় শক্তিশালী মনে করেই চলতে হবে-এটা সবাইকে মনে রাখতে হবে। জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে দেশে ফিরে সোমবার সকালে গণভবনে এক সংবর্ধনায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের সফরে অনেক সম্মান পেয়েছি, সেই সাথে বাংলাদেশও। যত অর্জন তা বাংলাদেশের জনগণের দান, সুযোগ দিয়েছে বলেই এতো সাফল্য। শেখ হাসিনা বলেন, ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর পিছিয়ে কিংবা হারিয়ে যাওয়া সম্মান আজ ফিরে পেয়েছে বাংলাদেশ। শত বাধা-ষড়যন্ত্র মোকাবেলা করেই ক্ষমতায় আসতে হয়েছে, এসেছে বলেই আজ আত্মমর্যায় প্রতিষ্ঠিত দেশ। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটের অধিকার কেবলমাত্র আওয়ামী লীগই প্রতিষ্ঠা করেছে। জনগণের কল্যাণে আওয়ামী লীগই কাজ করে। তিনি এ সময় বিশ্বনেতাদের দেয়া এ সম্মান বাংলাদেশের সম্মান, পুরস্কার বাংলাদেশের মানুষকে উৎসর্গ করেন। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার আন্তরিক এবং সফর ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। পরে দলের পক্ষ থেকে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: আত্মতুষ্টি মানেই পতন: শেখ হাসিনাআত্মতুষ্টিতে থাকা যাবে না