আজ মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮

একুশ ডেস্ক: আজ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২ তম মৃত্যবার্ষিকী। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মাওলানা ভাসানী ১৯৮০ সালে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

মাওলানা ভাসানী মজলুম জননেতা হিসেবে অধিক সমাদৃত ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে পাকিস্তান সৃষ্টি এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রয়েছে তার ঐতিহাসিক অবদান।

তিনি ‘আওয়ামী মুসলিম লীগ’ তথা বর্তমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি’র প্রতিষ্ঠা করেন।

মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সর্বদলীয় চরিত্র দেয়ার উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের উদ্যোগে আট সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয় যার সভাপতি ছিলেন মওলানা ভাসানী।

ওই উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন – ১) তাজউদ্দীন আহমদ, ২) মণি সিংহ, ৩) অধ্যাপক মোজাফ্ফর আহমদ, ৪) মনোরঞ্জন ধর প্রমুখ।

মওলানা ভাসানীর সভাপতিত্বে ওই উপদেষ্টা কমিটির সভায় এই মর্মে অভিমত ব্যক্ত করা হয় যে, পূর্ববঙ্গের পূর্ণ স্বাধীনতা ব্যতিরেক অন্য কোন প্রকার রাজনৈতিক সমাধান গ্রহণযোগ্য হবে না।

ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন এবং ভাষা আন্দোলনেও ছিলো তার উল্লেখযোগ্য অবদান।

বাংলাদেশের রাজনৈতিক পুরোধা এই মহান মনিষী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরণ করেন।

/আরএ

Comments