আজ প্রধানমন্ত্রীর ৭১ তম জন্মদিন

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮

একুশ ডেস্ক: আজ ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে টুঙ্গিপাাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ঔরসে প্রধানমন্ত্রীর জন্ম।

শেখ হাসিনা ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় ১৯৬৭ সালে এম এ ওয়াজেদ মিয়ার সাথে তাঁর বিয়ে হয়। ওয়াজেদ মিয়া ৯ মে, ২০০৯ তারিখে মৃত্যুবরণ করেন। তাঁদের সংসারে সজীব ওয়াজেদ জয় (পুত্র) ও সায়মা ওয়াজেদ পুতুল (কন্যা) নামে দুই সন্তান রয়েছেন।

১৯৮১ সালে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করায়। ১৯৯৬ সালে তিনি প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৮ সালে তার দল বিজয়ী হলে পুনরায় দ্বিতীবারের মতো তিনি প্রধানমন্ত্রী হন। এরপর ২০১৪ সালের জাতীয় সংষদ নির্বাচনে টানা দ্বিতীয় মেয়াদে তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

নিউ ইয়র্ক টাইমস সাময়ীকির জরিপে ২০১০ এবং ২০১১ সালে তিনি বিশ্বের প্রভাবশালী নারী নেতৃদের তালিকায় ষষ্ঠ এবং সপ্তম হন।

যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি, ব্রিজপোর্ট বিশ্ববিদ্যালয় এবং ব্যারি বিশ্ববিদ্যালয়, জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয়, স্কটল্যান্ডের অ্যাবারটে বিশ্ববিদ্যালয়, ভারতের বিশ্বভারতী এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রাসেলসের বিশ্ববিখ্যাত ক্যাথলিক বিশ্ববিদ্যালয়, রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ বিশ্ববিদ্যালয় এবং স্টেট ইউনিভার্সিটি অব পিটার্সবার্গ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এছাড়া ফ্রান্সের ডাওফি বিশ্ববিদ্যালয় তাঁকে ডিপ্লোমা প্রদান করে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে বর্তমানে তিনি নিউইয়র্কে অবস্থান করেন।

/এমএম

Comments