আওয়ামীলীগ জোর করে ক্ষমতায় এসে জনগণের উপর জুলুম শুরু করেছে: মির্জা ফখরুল

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ দেশে সুষ্ঠু নির্বাচন হওয়া কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে সদর উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। এবারেও তারা ভিন্ন পদ্ধতিতে গায়ের জোরে বন্দুক পিস্তল ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে দিয়ে ফলাফল ছিনিয়ে নিয়ে গেছে। আওয়ামী লীগ আবারো ক্ষমতায় বসেছে। তারা দুর্নীতির মাধ্যমে আবারো জুলুম শুরু করেছে। আর জনগণ হারিয়েছে তার ক্ষমতা।’

তিনি আরও বলেন, জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায়না আর এই সরকারও থাকতে পারবেনা৷

এমএম/

Comments