অশুরী শক্তিকে দমন করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে: রণজিৎ কুমার রায় নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯ শান্ত দেবনাথ, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: রণজিৎ কুমার রায় এমপি বলেছেন, শ্রীকৃষ্ণের আদর্শে আমরা যদি নিজের জীবনকে গড়তে পারি তাহলে সমাজের সব অন্যায় দুর হয়ে যাবে। আমাদের সকলের মধ্যে মানব প্রেম জাগিয়ে তুলতে হবে। অশুরী শক্তিকে দমন করে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। ধর্ম মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করে। ধর্মীয় বিধান মেনে চললে নিজেকে পাপ কাজ থেকে দুরে রাখা সম্ভব হয়। গতকাল দুপুরে বাঘারপাড়ায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উপজেলা কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি রণজিৎ কুমার রায় আরো বলেন, প্তি টা ধর্মেই মানব প্রেমের কথা বলা হয়েছে। বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক সম্পৃতির লীলাভূমি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সহ সভাপতি শ্রীবাস চৌধরী। মন্দির কমিটির সাধারণ সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন, বাঘারপাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রনয় সরকার, বলাই অধিকারি, তাপস রায়, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রণজিৎ কুমার রায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন। এরপর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষীন করে। এসময় বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ভক্তবৃন্দ জয় ডাংকার বাজনার তালে তালে নেচে গেয়ে র্যালীটিকে প্রাণবন্ত করে তোলে। অন্যদিকে এ উপলক্ষে উপজেলার নারিকেলবাড়িয়ায় একই রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। রণজিৎ কুমার রায় এমপি এ অনুষ্ঠানে যোগ দেন। এর আগে তিনি সকালে অভয়নগরে একই রকম অনুষ্ঠানে যোগ দেন। Comments SHARES সারাদেশ বিষয়: