অবশেষে লোহাগাড়াবাসী পেল নতুন বাস কাউন্টার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুন ৩, ২০১৯ আরিফুল ইসলাম রিফাত, চট্টগ্রাম: লোহাগাড়াবাসীর দাবীর প্রেক্ষিতে অবশেষে নানামুখী ষড়যন্ত্রের জাল ভেদ করে চট্টগ্রামের লোহাগাড়ার বটতলী মোটর স্টেশনে ক্লোজ ডোর সার্ভিসের মারসা পরিবহন নামের লোহাগাড়া থেকে চট্টগ্রামগামী আরেকটি বাস কাউন্টারের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ড. প্রফেসর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। সোমবার (০৩ জুন) দুপুরে উপজেলার বটতলী ইউনিয়ন ব্যাংকের সামনে পরিবহন বাস সার্ভিসটির বটতলী শাখার উদ্বোধন করা হয়।আর এর মাধ্যমে পূরণ হয়েছে লোহাগাড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। লোহাগাড়াবাসী চট্টগ্রামগামী স্থানীয় যাত্রীদের হয়রানিমুক্ত করতে ক্লোজ ডোর সার্ভিসের আরেকটি বাস কাউন্টার স্থাপনের দাবী জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে।বিষয়টি এতোদিন লোহাগাড়াবাসীর মনে স্বপ্নের খোরাক হয়ে থাকলেও এবার বাস্তবে রুপ নিল।ক্লোজ ডোর সার্ভিস হওয়ায় চট্টগ্রাম শহরে যাতায়াতে আগের তুলানায় অনেকাংশে কম সময়ে পৌছানো সম্ভব হবে।স্থানীয় সাংসদের আন্তরিকতার ফলপ্রসূ হিসেবে প্রত্যাশাপূরণ হলো লোহাগাড়াবাসীর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ ড. প্রফেসর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সহ আরো অনেকে। উল্লেখ্য, বটতলীতে এতোদিন ধরে আরেকটি বাস কাউন্টার ছিল।যেটি লোহাগাড়ায় নামেমাত্র থেকে যাত্রীদের চাহিদা অনুযায়ী সেবা দিত না।এবং নানামুখী হয়রানি করে আসছিল।তারই প্রেক্ষিতে এখানে আরেকটি বাস কাউন্টার স্থাপনের দাবী ছিল দীর্ঘদিনের। এমএম/ Comments SHARES সারাদেশ বিষয়: অবশেষে লোহাগাড়াবাসী