অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্ত ও আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ শিক্ষামন্ত্রীর নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮ একুশ ডেস্ক: ভিকারুননিসার শিক্ষার্থী আত্মহত্যার ঘটনায় অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বরখাস্তের পাশাপাশি ওই তিন শিক্ষকের এমপিও বাতিল এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করাসহ আইনগত ববস্থা নিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ছাড়া বাকি দুজন হলেন- বেইলি রোড শাখর সহকারী প্রধান শিক্ষক জিনাত আরা এবং ক্লাস টিচার হাসনা হেনা। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এদিকে, অরিত্রীর বাবা দিলীপ অধিকারী আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে যে মামলা করেছেন, তাতেও ওই তিনজনকে আসামি করা হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে ভিকারুননিসার সব শাখার ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা করেছে বলে জানিয়েছেন বেইলি রোড শাখার শিক্ষক মুশতারি সুলতানা। তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির ক্লাস-পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্ত ও আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ শিক্ষামন্ত্রীর