৬৪ হাজার পাকাবাড়ি নির্মাণ করবে সরকার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯ নিজস্ব প্রতিবেদক: যাদের জমি আছে কিন্তু বাড়ি নেই তাদের জন্য সারা দেশে ৬৪ হাজার পাকাবাড়ি নির্মাণ করে দেবে আওয়ামী লীগ সরকার বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতি জেলায় ১ হাজার করে পাকা বাড়ি নির্মাণ করা হবে। বুধবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মত বিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ হাশিম, ঠাকুরগাঁও-১ আসনের এমপি সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র রায়, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোহা. সাদেক কুরাইশী প্রমুখ বক্তব্য রাখেন। এরপর বিকেলে জগন্নাথ পুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল, চালসহ বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন হাজার শীতার্তদের কম্বল, শীতের পোশাক ও চাল, ডাল, চিনি, লবণ, তেলসহ শুকনা খাবারের প্যাকেট বিতরণ করেন প্রতিমন্ত্রী। /আইকে Comments SHARES জাতীয় বিষয়: