স্বতন্ত্র নির্বাচন থেকে জামায়াত নেতাদের দূরে রাখার আইন নেই: ইসি সচিব নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮ একুশ নিউজ: স্বতন্ত্রভাবে নির্বাচন করলে জামায়াত নেতাদের নির্বাচন থেকে দূরে রাখার আইন নেই বলে মন্তব্য করেছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। মঙ্গলবার ঘাতক দালাল নির্মূল কমিটির সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক করে জামায়াত সংশ্লিষ্টদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানায়। ইসিতে দেয়া পাঁচ দফা দাবিতে বলা হয়, জামায়াতের অনুসারিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা ও নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে ঘোষণা করতে হবে যে, তাদের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। এমনকি জামায়াত ও হেফাজতসহ সকল যুদ্ধাপরাধীদের পরিবারের কেউ যেন স্বতন্ত্রভাবেও সংসদ নির্বাচনে অংশ নিতে না পরে সেই দাবিও জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। তাদের দাবির প্রেক্ষিতে প্রেস ব্রিফিংয় ইসি সচিব বলেন, যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আইন-কানুন পরীক্ষা নীরিক্ষা করে আমরা অবহিত করবো। এছাড়া আরপিও সংশোধনের বিষয়টি পরীক্ষা নীরিক্ষা করে দেখতে হবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, যে কোনো সংগঠন আলোচনার জন্য সময় চাইলে, সিইসি সময় দিলে, আলোচনা করা যেতে পারে। তারাও তো ভোটার। ভোটাররাও তো আমাদের স্টেকহোল্ডার। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: স্বতন্ত্র নির্বাচন থেকে জামায়াত নেতাদের দূরে রাখার আইন নেই: ইসি সচিব