সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৮

রুম্মান আজিজ, একুশ নিউজ: আলহাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শোকরানা মাহফিলে উপস্থিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স সমমানের স্বীকৃতি প্রদান করায় প্রধানমন্ত্রী শেক হাসিনাকে সংবর্ধনা দেয়ার লক্ষ্যে এই শোকরানা মাহফিলের আয়োজন করে কওমি মাদরাসার সর্বোচ্চ বোর্ড আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

সকাল ১১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান। এর আগেই সারাদেশ থেকে কওমি মাদরাসা সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা জড়ো হতে থাক।

কেফাকুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশে (বেফাক) এর সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারি মাদরাসার মুহতামিম আল্লামা আহমদ শফী’র সভাপতিত্বে এতে উপস্থিত রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌমন্ত্রী শাজাহান খান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু,

এছাড়াও আরো উপস্থিত আছেন, বেফাকের সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী, মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ, আল্লামা মুফতি রুহুল আমিন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল জয়নাল আবেদিন প্রমুখ।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সারাসরি সম্প্রচার করছে।

/আরএ

 

Comments