সিইসির সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮

একুশ নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবিতে ইসি কার্যালয়ে সিইসি নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বুধবার বিকেল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশিন ভবনে ড. কামাল হোসেনের নেতৃত্বে এ বৈঠকে বসেন ফ্রন্ট নেতারা।

প্রসঙ্গত, তফসিল ঘোষণার আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ শেষ হওয়ার আগেই তফসিল ঘোষণা করা হয় দাবি ঐক্যফ্যন্ট নেতাদের।

তফসিল ঘোষণার পরেও বিএনপি সহ ঐক্যফ্রন্টের দাবি নির্বাচন আরো একমাস পিছিয়ে দেয়া। কিন্তু নির্বাচন কমিশন তাদের দাবির ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি বলেই তাদের অভিযোগ।

বিএনপি ও ঐক্যফ্রন্ট ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলোর দাবি নির্বাচন আরো পিছিয়ে দেওয়ার। তবে ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী এক মাস না হলেও গত সোমবার এক সপ্তাহ পিছিয়ে পূনঃতফসিল ঘোষণা করে কমিশন।

কিন্তু ঐক্যফ্রন্ট বিএনপির দাবি নির্বাচন এক মাস পিছিয়ে দেওয়ার। এ জন্য নির্বাচন পেছানোর দাবির যৌক্তিকতা নিয়ে আজ বুধবার ইসি কার্যালয়ে সিইসি নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছে ঐক্যফ্রন্ট নেতারা।

কামাল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আব্দুর রব, ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কাদের সিদ্দিকী, মোস্তফা মোহসীন মন্টু, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, ড. জাফরুল্লাহ চৌধুরী, এস এম আকরাম ও আবদুল মালেক রতন।

/আরএ

Comments