সাভারে ঘরে তরুণী বাইরে তরুণের লাশ
একুশনিউজ২৪: সাভারে দুই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার বাড্ডা ভাটপাড়া এলাকার একটি বালুর মাঠ থেকে অজ্ঞাত তরুণের (২২) লাশ উদ্ধার করা হয়।
অন্যদিকে উপজেলার লালটেক এলাকার একটি বাড়ি থেকে অজ্ঞাত এক তরুণীর (১৯) লাশ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ জানান, ধারণা করা হচ্ছে ভোর রাতে ওই তরুণকে ছুরিকাঘাতে হত্যার পর লাশ বালুর মাঠে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
তিনি জানান, সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে জানায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও জানান, তরুণের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরণে ফুল প্যান্ট ও গেঞ্জি রয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
তিনি আরো জানান, অজ্ঞাত তরুণীর (১৯) লাশটি উদ্ধার করা হয়েছে সাভারের লালটেক এলাকার একটি বাড়ি থেকে। এ দুই ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএম