সাতক্ষীরায় নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৮

রেদওয়ানুল ফেরদৌস রনি, সাতক্ষীরা: নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ শনিবার সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সাংবাদিক, যুদ্ধাপরাধ মামলার সাক্ষী ও নাগরিক আন্দোলন মঞ্চের অন্যতম নেতা হাফিজুর রহমান মাসুম ও সাংবাদিক মেহেদী আলী সুজয়ের বাড়ির সামনে গভীর রাতে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর আত্মগোপন করে থাকার প্রতিবাদে এবং শহরের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ২টার পর সাংবাদিক মেহেদী আলী সুজয়ের বাড়ির সামনে ১০/১২ জন অস্ত্রধারী ওৎ পেতে ছিলো। সাংবাদিক সুজয় বাড়িতে ফিরলে তিনি ওই সন্ত্রাসীদের সামনে পড়েন। এ সময় অজ্ঞাত পরিচয় মুখোশধারীরা তার গলায় ধারালো দা ধরে তাকে ‘টু’ শব্দটি না করে বাড়ি চলে যেতে বলে। তখনও সাংবাদিক হাফিজুর রহমান মাসুম বাড়িতে ফেরেননি।

এ ঘটনায় তিনি ৩০ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানার একটি সাধারণ ডায়েরি করেন। যার নং ১৫৩৯।

শুক্রবার রাতের ঘটনার দুই দিন পর আবারও সাংবাদিক সাংবাদিক হাফিজুর রহমান মাসুমের বাড়ির কয়েক শ’ গজ দূরে গভীর রাতে সেখানকার নাইটগার্ড বেল্লালকে আর ডিউটি না করার কথা বলে ‘দা’ হাতে শাসিয়ে যায় কয়েকজন মুখোশধারী ব্যক্তি। পরপর দুটি ঘটনার কথা জানাজানি হলে শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

/আরএ

Comments