ভৈরবে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন সম্পন্ন সভাপতি মো. হুমায়ুন কবির ও সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯ ভৈরব প্রতিনিধি: ভৈরবে উৎসব মুখর পরিবেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন শনিবার শহরের সরকারি কে.বি পাইলট মডেল হাই স্কুলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর ভাবে নির্বাচনের ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে ৪ টার পর থেকে শুরু হয় ভোট গণনা। ভোট গণনা শেষে (৫৮৩) ভোট পেয়ে সভাপতি পদে নিবার্চিত হন আলহাজ্ব মো.হুমায়ুন কবির। এছাড়া তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন (৫৭৩) ভোট ও আলহাজ্ব রিয়াজ আহমেদ মারুকি শহীন পেয়েছেন (১২৭) ভোট। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে হাজী মো. মোশাররফ হোসেন (১০৭৬) ভোট ও সহ-সভাপতি আলহাজ্ব মো. জাহিদুল হক জাবেদ (৬৭৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। পরিচালক পদে নিবার্চিত হয়েছেন ১। মোঃ মিজানুর রহমান পাটোয়ারী (১০৫৭ ) ভোট, ২। তারেক আহমেদ ভূঁইয়া (১০৩৮) ভোট, ৩। সৈকত আহমেদ জেমস (১০৩৫)ভোট, ৪। কাজী মাসউদ উর রহমান (১০৩৪) ভোট, ৫। আনোয়ার হোসেন ইমরান (১০৩৩) ভোট, ৬।হাজী মো. সাজ্জাত হোসেন মামুন(১০২৩) ভোট,৭। মো. নিজাম উদ্দিন সরকার ( ৯৮৮) ভোট,৮। মো. হোসেন আলী (৯৭২) ভোট,৯। রাকিব হাসান রকি (৯৬৯) ভোট,১০। হাজী মো. একরান মোল্লা তুহিন (৯৬৮) ভোট,১১। মো. দেলোয়ার হোসেন(৯৬২) ভোট,১২। মো.সোহেল মিয়া (৯৫৮) ভোট,১৩। হাজী মো. আলাউদ্দিন (৯৫২) ভোট,ও ১৪। মোবারক হোসেন (৯৩১) ভোট। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির মোট ভোটার সংখ্যা ১৩১৮ । এর মধ্যে ভোট কাস্টিং হয়েছে ১২৮৭ ভোট। নিবার্চনে শতকরা ভোট কাস্টিং হয়েছে ৯৭ %। তাছাড়া নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ করতে গতকাল থেকেই পুলিশ বাহিনীর অর্ধশতাধিক সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়াও দেশে উপজেলা পর্যায়ে একমাত্র ভৈরবেই চেম্বার অব কমার্সের সংগঠন রয়েছে। বন্দরনগরী ভৈরবে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি ১৯৮৭ যাত্রা শুরু করে। ২০১৩ সাল পর্যন্ত আলোচনার ভিত্তিত্বে সভাপতি নির্বাচিত হলেও এরপর থেকে একাধিক প্রার্থী থাকার কারণে নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ী নেতা নির্বাচিত করা হয়।আর অন্যান্য বছরের তুলনায় এবার ব্যপক প্রচার-প্রচারণা এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এমএম/ Comments SHARES সারাদেশ বিষয়: ভৈরব