সংলাপ

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮

রুম্মান আজিজ, একুশ নিউজ: ঐক্যফ্রন্টের সাথে দ্বিতীয় দফা সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দল ও জোটগুলোর সাথে প্রধানমন্ত্রীর সংলাপ শেষ হলো।

সংলাপে উল্লেখ্যযোগ্য কোনো সমাধান আসেনি দাবি সংশ্লিষ্টদের। জাতীয় ঐক্যের অন্যতম নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংলাপে এবারও কোনো সমায়ধান হয়নি।

আলোচনা করে জাতীয় ঐক্যের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ব্রিফিং করা হবে বলে জানান মান্না।

আওয়ামী লীগের সসভাপতিমণ্ডলীর সদস্য থেশ ফজলুল করীমে সেলিম বলেছেন, দুই পক্ষই নিজেদের দাবিতে অনড়।

কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। ঐক্যফ্রন্ট আবারও সংলাপের দাবি জানিয়েছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বানিজ্যমন্ত্রী তোফায়ের আহমেদ জানিয়েছেন, সংবিধান পরিপন্থী ও সাংঘর্ষিক কিছু বক্তব্য তারা নিয়ে এসেছেন, যেটা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, সংলাপ এখানে শেষ। শিডিউল ঘোষণার পর তারা যদি কোনো ব্যাপারে আবার বসতে চান, আপত্তি নেই।

তবে সংলাপের দাবির প্রেক্ষিতে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল রাজন্দিদের মুক্তির ব্যবস্থা গ্রহণ করতে আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

/আরএ

Comments