লক্ষ্মীপুরে জেলার চরগাজীতে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮ লক্ষ্মীপুরে জেলার চরগাজীতে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:-লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে ঝর্ণা বেগম(১৫) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিনের কোনএক সময়ে নিজঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। ঝর্ণা বেগম উপজেলার চরগাজী ইউনিয়নের চর আফজল এলাকার নাসির উদ্দিনের মেয়ে। পেশায় সে টুপি বুননের কাজ করতো। জীবিকার তাগিদে শহরে তার বাবা নাসির উদ্দিন রিক্সা চালায় ও মা রেখা বেগম মানুষের বাসায় কাজ করে। বাড়িতে ঝর্ণা বেগম ও তার নানী থাকে। স্থানীয়রা জানায়, দীর্ঘ ৯-১০ বছর যাবৎ ঝর্ণা বেগমের পেটে ব্যাথা, যা অর্থিক অভাব-অনটনের কারণে সঠিক চিকিৎসা হয়নি। আজ সকালে পেটে ব্যাথা উঠলে তার নানী ঘরে শুয়ে থাকতে বলে এবং তার ঘরে সে ঘুমতে যায়। এরপর দুপুরে তার নানী তাকে ডাকতে গেলে আত্মহত্যার বিষয়টি টের পায়। এবিষয়ে মেয়ের মা-বাবার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে, আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। অসহ্য পেটে ব্যাথার কারণে আত্মহত্যা করেছে বলে অনেকের ধারনা। রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মাইন উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। Comments SHARES সারাদেশ বিষয়: ফাঁসিলক্ষীপুর