লক্ষ্মীপুরের চারটি আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল ও ২জনের স্থগিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮ মুহাম্মদ নোমান ছিদ্দীকী, লক্ষ্মীপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে লক্ষ্মীপুরের ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ২ জনের মনোনয়পত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। রোববার (০২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও স্থগিত করেন। ঋণ খেলাপীর কারণে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বর্তমান এমপি লায়ন এম আউয়ালের (জাকেরপার্টি) মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া মো. মাহবুব আলম, লক্ষ্মীপুর-৪ আসনের খালেদ সাইফুল্লাহ (ইসলামী আন্দোলন) আব্দুল মতিন (স্বতন্ত্র) এবং ভোটার তালিকায় স্বাক্ষর মিল না থাকায় লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূঁইয়া (স্বতন্ত্র) ও আবুল ফয়েজ ভূঁইয়ার (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল করা হয় । হলফনামা অনুযায়ী সম্পূর্ণ তথ্য দিতে না পারায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয় পার্টির নুর মোহাম্মদ, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসন থেকে জেএসডির সৈয়দ বেলায়ত হোসেন বেলালের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রেখে তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলা রিটার্নিং অফিসার। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: লক্ষ্মীপুরের তিনটি আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল ও ২জনের স্থগিত