রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীকে ফোন করেছেন জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮

স্টাফ রিপোর্টার: রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। টেলিফোনে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভুমিকার প্রশংসা করেছেন গুতেরে।

আজ শুক্রবার রাতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। এসময় প্রধানমনন্ত্রী শেখ হাসিনা মায়ানমারের সাথে চুক্তি বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন এবং রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

এর আগে এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব মায়ানমারের সেনা নেতৃত্বকে ঘৃণাবাদী সংস্কৃতির বাইরে আসার তাগিদ দিয়েছেন।

বিবৃতিতে তিনি মায়ানমার তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনকে দিন রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

/আরএ

Comments