রোকেয়া দিবসে বালিয়াকান্দিতে ৫ জয়িতাকে সম্মাননা

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৮

অনিক সিকদার,বালিয়াকান্দি (রাজবাড়ী): বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সদনপত্র প্রদান করা হয়েছে।

আজ রোববার বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে এবং উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ৫ ক্যাটাগরীতে এই সম্মাননতা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য উপজেলা প্রকল্পবাস্তবায় কর্মকর্তা মোছাঃ নাসরীন সুলতানা, সমবায় কর্মকর্তা কর্মকর্তা আব্দুল আলিম প্রমূখ।

জয়িতাদের মধ্যে স্মৃতিচারন করেন বাসন্তী স্যান্যাল, শাজেদা খাতুন, হালিমা বেগম। আলোচনাসভা শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনের জন্য শাজেদা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য অহনা জিন্নাত, সফল জননী হিসেবে সাফল্য অর্জনের জন্য হালিমা বেগম. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য বাসন্তী স্যান্যাল ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন পরিচালনার জন্য রাজিয়া বেগমকে সম্মাননতা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

/আরএ

Comments