রাঙামাটিতে উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, মে ৩, ২০১৮

একুশ নিউজ: রাঙামাটিতে শক্তিমান চাকমা এক উপজেলা পরিষদের চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দূবৃত্তরা। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

নিহত শক্তিমান নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। জানা যায়, শক্তিমান তার কার্যালয়ে প্রবেশ করতেছিলেন। এসময় পথে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

/এমএম

Comments