মুক্তাগাছায় দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

আশরাফুল ফরাজী, মুক্তাগাছা প্রতিনিধি:  মুক্তাগাছা-ময়মনসিংহ মহাসড়কের সাঁতাশিয়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় মারাত্নকভাবে আহত হয়েছেন প্রতিদিনের সংবাদ পত্রিকার মুক্তাগাছা প্রতিনিধি সাংবাদিক তাজুল ইসলাম।

ঘটনাটি ঘটেছে গত ১৫ জুন শনিবার রাতে। আহত তাজুল ইসলাম জানায়, রাত দেড়টার দিকে শহর থেকে মোটর সাইকেল করে বাড়ী যাবার পথে পথিমধ্যে ২ জন বখাটে তাকে গতিরোধ করে গালি গালাজ শুরু করে।

তখন সে কারণ জানতে চাইলে এক পর্যায় বখাটেরা তার মাথায় ইট দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে সে মোবাইলে এক প্রতিবেশীকে হামলার ঘটনা জানালে প্রতিবেশী ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

কর্মরত চিকিৎসক তার মাথায় তিনটি সেলাই করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে বাড়ীতে বিশ্রামের পরামর্শ দেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার কোন কারন জানা যায়নি, এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা প্রকাশ করেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে।

এমএম/

Comments