মির্জাপুরে বিরতি দেবে ‘টাঙ্গাইল এক্সপ্রেস’

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮

তুষার স্যানাল, মির্জাপুর (টাঙ্গাইল): ‘ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস’ নামের রেল সেবাটি গত ৮ নভেম্বর উদ্ধোধন করেন মাননীয় রেল মন্ত্রী।

টাঙ্গাইল-ঢাকা এই কমিউটার রেল সেবাটিতে মোট ১৩ টি স্টপেজ রেখে চালু হওয়ার পরদিনই স্টপেজ তালিকা থেকে বাদ দেওয়া হয় টাঙ্গাইলের মহেড়া, মির্জাপুর ও গাজীপুরের মৌচাক স্টেশনকে।

গত ১০ নভেম্বর মির্জাপুরে ট্রেন বিরতির দাবিতে মির্জাপুরের সচেতন নাগরিক ব্যানারে মানববন্ধন করা হয়।

উক্ত দাবির সাথে একাত্মতা ঘোষনা করে তাতে অংশ নেন মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদাৎ হোসেন সুমন।

মানববন্ধন থেকে জোরালো দাবি জানানো হয় মির্জাপুর রেল স্টেশনটিকে ট্রেন স্টপেজ দেওয়ার। উক্ত মানববন্ধনের সংবাদ রেল কর্তৃপক্ষের নজরে আসলে তারা বিষয়টিকে অতি গুরুত্বসহকারে দেখে রেল মন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানান।

পরবর্তীতে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির আহবায়ক সাঈদ মো. সাইফুল্লাহ জানিয়েছেন, মির্জাপুরে ট্রেন থামবে এবং ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনটি নাম বদলে ‘টাঙ্গাইল এক্সপ্রেস’ হিসেবে চলবে।

এছাড়াও তিনি জানান, স্টপেজ সংখ্যা কমিয়ে ৭ এ নামিয়ে আনা হয়েছে তবে মিটারগেজ এর পরিবর্তে চলবে ব্রডগ্রেজ ট্রেন।

মির্জাপুর রেল স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুলও ট্রেন থামার বিষয়টি নিশ্চিত করেছেন।

/আরএ

Comments