ভোলা মনপুরায় ট্রলার সহ ৫ জেলে আটক

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৮

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫টি বেহুন্দি জাল, চরঘেরা ৮টি নিষিদ্ধ নেট জাল ও ১টি কারেন্ট জাল ও ৪ টি মাছ ধরার ট্রলারসহ ৫ জেলেকে আটক করা হয়েছ।

শুক্রবার সারাদিন মনপুরা মেঘনার বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ড সহ যোথ অভিযানে জাল, ট্রলারসহ জেলে আটক করা হয়।

শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আজিজ ভূঁঞা আটককৃত ৪ জনকে এক বছর করে কারাদন্ড প্রদান করে ভোলা জেল হাজতে প্রেরন করেন। অপর একজন কে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ গাফফার জানান, শুক্রবার দিনব্যাপী মেঘনায় কোস্টর্গাড সহ যৌথ অভিযানে হাজির হাট, দাসের হাট, মাস্টারহাট, জনতা বাজার, মাঝের ঘাট, ভুইয়ার হাট সংলগ্ন মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযানে ৫ জেলেকে আটক করেন। এসময় ১৫টি বেহুন্দি জাল, চরঘেরা ৮টি নিষিদ্ধ নেট জাল ও ১টি কারেন্ট জাল জব্দ করেন। পরে জব্দকৃত সকল জাল হাজির হাট ল্যান্ডিং স্টেশন ঘাটে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আটককৃত ট্রলার নিলাম দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে।

Comments