বিএসএমএমইউ’তে নেয়া হবে খালেদাকে; কারাগারে পৌঁছেছে লাগেজ

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৮

স্টফ ডেস্ক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।

চিকিৎসার জন্য আদালতের নির্দেশনার পর খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গত বৃহস্পতিবার আদালতের এক আদেশে খালেদা জিয়ার চিকিৎসায় নির্দলীয় মেডিকেল বোর্ড গঠনের নির্দেশনা দেয়া। পাশাপাশি তার চিকিৎসা বিএসএমএমই‘তে করতে হবে বলেও আদালতের নির্দেশনায় জানিয়ে দেয়া হয়।

এ ব্যাপারে কারা সূত্র জানায়, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে।

চিকিৎসার জন্য কেবিন ব্লকের একটি কেবিন তৈরি রাখা হয়েছে। এজন্য তার কাপড়-চোপড় দিয়ে যেতে বলা হয়েছিলো। ইতোমধ্যে খালেদা জিয়ার বাসার কেয়ারটেকার আবদুল জলিল তিনটি লাগেজে করে তার কাপড়-চোপড় দিয়ে গেছেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ড পেয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা।

/আরএ

Comments