প্রশ্নপত্র ফাঁস চক্রের ১০ সদস্য আটক
স্টাফ রিপোর্টার: রাজধানীতে প্রশ্নপত্র ফাঁস চক্রের ১০ সদস্যকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ শনিবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলাইন সিথিল জানান, একটি বিশেষ ইলেকট্রনিক যন্ত্র দিয়ে সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তিসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে আটক ব্যক্তিদের সম্পৃক্ততা পাওয়া গেছে।
এডিসি আরো জানান, এটি একটি প্রভাবশালী চক্র। এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার সম্পৃক্ততাও পাওয়া গেছে।
/এমআর