প্রতিক বরাদ্দের আগে প্রচারণা নয়: হেলালুদ্দীন

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৮

একুশ ডেস্ক: নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, ৩০ নভেম্বর প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার চালানো যাবে না।

শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় হেলালুদ্দীন আহমদ বলেন, প্রতীক বরাদ্দের পর ২১ দিন প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। অনিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে; এতে আইনগত বাধা নেই বলেও জানান ইসি সচিব।

এছাড়া নির্দেশনা মেনে প্রার্থীদের আগামী সাত দিনের মধ্যে ব্যানার, পোস্টার ও তোরণ নামিয়ে ফেলারও নির্দেশ দেয় কমিশন। নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গতকাল সন্ধায় একাদশ জাতীয় সংষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটে অংশ গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন বরাবর প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করতে হবে ১৯ নভেম্বর।

প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে ২২ নভেম্বর। অন্যদিকে প্রার্থীরা তাদের নিজের মনোনয়ন প্রত্যার করতে পারবেন ২৯ নভেম্বর পর্যন্ত।

আরএ

Comments