টানা নয়দিনের লম্বা ছুটির ফাঁদে পড়তে চলেছে দেশ

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৮

ডেস্ক রিপোর্ট : টানা নয়দিনের লম্বা ছুটির ফাঁদে পড়তে চলেছে দেশ। যদিও এই নয় দিনের মধ্যে সাতদিন হলো সরকারি ছুটি, মাঝখানে দুদিন থাকছে কর্মদিবস। এই দুইদিন কোনোভাবে ম্যানেজ করতে পারলেই ৯ দিন হয়ে যাবে।

২৭ ও ২৮ এপ্রিল শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ২৯ এপ্রিল রোববার বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি। ৩০ এপ্রিল সোমবার অফিস খোলা। পহেলা মে মঙ্গলবার মহান মে দিবস। পরদিন ২ মে বুধবার পবিত্র শবে বরাতের ছুটি। ৩ মে অফিস খোলা। পরের দুইদিন ৪ ও ৫ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

অর্থাৎ ৩০এপ্রিল ও ৩মে ছুটি নিতে পারলেই টানা নয়দিন ছুটি। সবমিলিয়ে লম্বা একটা ছুটির ফাঁদে পড়তে চলেছে বাংলাদেশ।

/এসএন

Comments