ঝালকাঠিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি শুরু

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

নাইমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে দৈনিক খোলা কাগজের পাঠক সংগঠন ‘এগারজন’ এর উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ ফরিদ ও সংগঠনের সমন্বয়ক শফিউল আজম টুটুল।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোঃ তারিকুল ইসলাম, সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শিক্ষক এস এম মাসুম বিল্লাহ ও হুমায়ুন কবির।

অতিথিরা স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন এবং শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। কর্মসূচির আওতায় বিভিন্ন স্থানে তিন শতাধিক ফলজ, বনজ ও ওষুধীবৃক্ষ রোপন করা হবে।

Comments