জামিন পেতে পারেন খালেদা জিয়া: আদালত শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী প্রকাশিত: ৭:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৮ স্টাফ রিপোর্টার: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং একজন বয়স্ক নারী, সেই বিবেচনায় তাঁকে জামিন দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির সময় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। খালেদা জিয়ার আইনজীবীর জামিনের বিরোধিতা করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে সময়ের আবেদন করা হলে আদালত বলেন, ‘সাত বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত যেকোনো ব্যক্তিকে এই আদালত জামিন দিতে পারেন। খালেদা জিয়া পাঁচ বছরের জন্য সাজা পেয়েছেন। তাই তাঁকে আদালত জামিন দিতে পারেন। তারপর তিনি নারী ও বয়স্ক, তিনি জামিন পেতে পারেন। আরএ Comments SHARES জাতীয় বিষয়: সুপ্রিমকোর্টহাইকোর্ট