জামালপুরের ইসলামপুরে ট্রাক্টারের চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধবালুবাহী ট্রাক্টারের চাপায় রাসেল (১২ ) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

সে সাপধরী ইউনিয়নের চরশিশুয়া গ্রামের ইব্রাহিমের ছেলে ।

আজ রবিবার ( ১৬ জুন ) সকালে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল স্কুল মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে ।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানায় যায়,রাসেল চিনাডুলী ইউনিয়নের পশ্চিম বাবনা এলাকায় নানা বাড়ীতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত।

রবিবার সকালে মাদ্রাসা থেকে পরীক্ষা শেষে বাই সাইকেল দিয়ে নানার বাড়িতে ফিরছিলেন। পথে গুঠাইল হাই স্কুল মোড় এলাকায় অবৈধ বালুবাহী ট্রাক্টর তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আর ঘাতক ট্রাক্টর চালককে আটক করা সম্ভব হয়নি”।

এমএম/

Comments