গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত, আহত ১৪ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৮ একুশ নিউজ: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জানান, নিহতদের মধ্যে ট্রাক-বাসের দুই চালক ও শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৪ জন। পুলিশ জানায়, ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় ঢাকা থেকে রংপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চারজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। /এমএম Comments SHARES সারাদেশ বিষয়: আহত ১৪গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত