খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচন; প্রার্থী ১০

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র প্যানেল মেয়র নির্বাচন আজ (৭ নভেম্বর) বুধবার নগর ভবনে অনুষ্ঠিত হবে।

সাধারণ সভায় অন্যতম এজেন্ডা হিসেবে বিষয়টি আলোচনার পর গোপন ব্যালটে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে প্রার্থী রয়েছেন অন্তত ১০ জন কাউন্সিলর।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন-২০০৯ এ সুস্পষ্ট উল্লেখ রয়েছে অনুপস্থিতি কিংবা অসুস্থতা হেতু বা অন্য কোন কারণে মেয়র দায়িত্ব পালনে অসমর্থ হলে তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত এই আইনের ধারা ২০ অনুযায়ী জ্যেষ্ঠতার ক্রমানুসারে প্যানেল মেয়রের কোন সদস্য মেয়রের দায়িত্ব পালন করবেন।

এছাড়া পদত্যাগ, অপসারণে অথবা মৃত্যুজনিত কারনে মেয়রের পদ শূন্য হলে পদে নব-নির্বাচিত মেয়র কার্যভার গ্রহণ না করা পর্যন্ত জ্যেষ্ঠতা ক্রমানুসারে প্যানেলের মেয়র দায়িত্ব পালন করবেন। ফলে সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর অনুষ্ঠিত প্রথম সভার এক মাসের মধ্যে কাউন্সিলরগণ অগ্রাধিকারক্রমে তাদের মধ্য হতে তিন সদস্য বিশিষ্ট একটি মেয়র প্যানেল নির্বাচন করবেন এমন নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুয়াযী নব-নির্বাচিত ৪১ জন কাউন্সিলরের মধ্য থেকে ৩ জন প্যানেল মেয়র নির্বাচিত হবেন।

তবে সংরক্ষিত নারী কাউন্সিলরদের মধ্য থেকে একজন সদস্য নির্বাচিত করার বাধ্যকতা রয়েছে।

জানা গেছে, এবার প্যানেল মেয়র নির্বাচনে ১০ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। তারা হলেন ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আজমল আহমেদ তপন, ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনিসুর রহমান বিশ্বাশ, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলী আকবর টিপু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, ১৩নং ওয়ার্ড এস এম খুরশিদ আহম্মেদ টোনা, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম মুন্না ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, সংরক্ষিত- ৬ আসনের কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবি ও সংরক্ষিত-৫ আসনের কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনু।

একাধিক প্রার্থী গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জানান, কোন ধরনের সমঝোতা হয়নি। তাই গোপন ব্যালটে ভোটাভুটির মাধ্যমে প্যানেল মেয়রের তিন সদস্য নির্বাচনের নির্দেশনা রয়েছে।

/আরএ

Comments