কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবরোধ, যান চলাচল বন্ধ

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে অকস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।

সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার দাবিতে আজ রোববার বিকেল ৩টার দিকে শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে আন্দোলনকারীরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসেন।

পরে তাঁদের একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে দোয়েল চত্বর হয়ে জাতীয় শহীদ মিনার, ফুলার রোড, পলাশী, নীলক্ষেত, কাঁটাবন হয়ে শাহবাগে আসেন।

/আরএ

Comments